নওগাঁয় কয়েক দিনের ব্যবধানে তিন জনের আত্মহত্যা


নওগাঁর সাপাহারে কয়েক দিনের ব্যবধানে তিন জন আত্মহত্যা করেছে এতে করে উপজেলাবাসীর মাঝে চাঞ্চল্যতা বিরাজ করছে।
জানাগেছে ৩০ তারিখ বুধবার দিবাগত রাতে আত্মহত্যার ঘটনাটি ঘটে স্ত্রীর উপর অভিমান করে কামরুল ইসলাম (৩০) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
আত্মহত্যাকারী যুবক উপজেলার বিরামপুর গ্রামের মৃত মরেজ আলীর পুত্র এবং ২৬ তারিখ রোববার দিবাগত রাতে লুৎফর রহমান (৫৫) এক ব্যক্তি গলায় ফাঁস আত্মহত্যা করছে আত্মহত্যার রহস্য এখনো জানা যায়নি উপজেলার কোচকুড়লিয়া পাইক পাড়া গ্রামের মৃত জান মোহাম্মাদের পুত্র।
একই দিন স্বামীর উপর অভিমান করে আসমা খাতুন (১৮) নামের এক যুবতি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে সাপাহার থানায় ইউডি মামলা দায়ের হয়েছে এবং পুলিশ লাশ গুলোকে নওগাঁ মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছিলেন ।