শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ


ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এছাড়া সরাসরি ধারাভাষ্য সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।
আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচকে ঘিরে নীলফামারীর স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে সাজসাজ রব। ২১ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের ১৩ হাজার টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। যার প্রতিটির মূল্য ১০০ থেকে ১০০০ টাকা। বাকি ৭০০০ টিকিট বিক্রি হবে ম্যাচের দিন, স্টেডিয়াম এলাকায়। এছাড়া ১০০০টি সংরক্ষিত নারী আসন ও ৩৫৯টি ভিআইপি টিকিটের ব্যবস্থা রয়েছে।
ম্যাচ খেলতে গতকাল মঙ্গলবার সকালে রংপুর পৌঁছেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা দল পৌঁছেছে গত সোমবার। সেখানে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়েছে দুই দলকেই।
এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অসাধারণ পারফরম্যান্সের কারণে এমনিতেই দেশব্যাপী শুরু হয়েছে ফুটবলের নব জাগরণ! ইন্দোনেশিয়ায় ম্যাচের গ্রুপ পর্বে থাইল্যান্ডের সঙ্গে ড্র করার পর কাতারকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করে। নক আউটে নর্থ কোরিয়ার কাছে ৩-১ গোলে হারলেও সেই ম্যাচে লড়াকু মানসিকতার বাংলাদেশ প্রশংসা কুড়িয়েছে বেশ।
আগামী ৪ সেপ্টেম্বরে শুরু হওয়া সাফ আসরে উজ্জীবিত এক লাল-সবুজের দলকে দেখার আশা দর্শকদের।