ঈদে বাড়ি যাওয়া হলোনা পুলিশ কনস্টেবল তুহিনের

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৩ এএম, মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮ | ৪২৩

ঈদে পরিবার পরিজনের সাতে আনন্দ ভাগাভাগি করা হলোনা পুলিশ কনস্টেবল তুহিনের(৩৩)।ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।

তুহিন রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামের আকছাদ আলীর ছেলে। তিনি ঢাকার এসবিতে কর্মরত ছিলেন।

জানা গেছে, ঈদের ছুটিতে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে মহাসড়কের কদিম ধল্যা নামক স্থানে মোটরসাইকেলটি পাথরের কুচিতে পিচলে পড়ে যায়।

এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস চাপা দিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারেনি।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার দত্ত জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে।