ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ১৫ কি.মি যানজট

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১২:০২ পিএম, সোমবার, ২০ আগস্ট ২০১৮ | ৪০৫

ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে প্রায় ১৫ কিমি যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে বঙ্গবন্ধু সেতু থেকে পুংলী ব্রিজ পর্যন্ত এ যানজটের সৃষ্ট হয়েছে। এতে এই অংশের রাস্তা পারি দিতে দিগুনের বেশী সময় লেগে যাচ্ছে। এ কারণে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো সাধারণ যাত্রী ও চালকরা। তবে মহাসড়কে যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ২ টা থেকে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু এলাকায় দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কিন্তু এতে করে মহাসড়কের দুর্ঘটার গাড়ি গুলো নিতে একটু দেরি হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, পর পর দুটি সড়ক দুূঘটনার ফলে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে । আশা করছি ‌দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক হবে।