প্রকাশ হলো 'ক্যাপ্টেন খান' এর টিজার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:০৯ পিএম, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ | ৪৫৬

প্রকাশ হলো খান অভিনীত বহুল আলোচিত ছবি 'ক্যাপ্টেন খান' এর টিজার। মাত্র দুই মিনিটের এ টিজারে ভক্তদের চমকে দিলেন ঢাকাই ছবির এ সুপারস্টার। দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠানের এ ছবিতে যেন ভক্তদের প্রত্যাশার চেয়েও বেশি দেখালেন শাকিব। বোঝাই যাচ্ছে এবারের ঈদেও প্রেক্ষাগৃহে  বাংলা ছবির এ কিং খানেরই দাপট থাকবে। 

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ ছবিতে নায়িকা হিসেব রয়েছেন শবনম বুবলী। বৃহস্পতিবার প্রকাশ হলো ছবিটির টিজার। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা ভাসছে ক্যাপ্টেন খানের পুরো টিম। দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠানের অধিনে নির্মিত এমন ছবিই দর্শকরা এতোদিন প্রত্যাশা করে আসছিলেন। এবার কেবল ছবিটি দেখার অপেক্ষার পালা।

‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন টিজারে তার ইঙ্গিত পাওয়া গেছে। দুই শাকিবকেই এতে মারকাটারি দেখানো হয়েছে। নায়িকা হিসেবে বুবলীকেও দেখা গেছে ভিন্ন এক লুকে। 

'ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব খান ও বুবলী ছাড়া আরো অভিনয় করেছেন সম্রাট, মিশা সওদাগর, ডন ও অমিত হাসান প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের বড় ছেলের প্রতিষ্ঠান শান্ত এন্টারপ্রাইজ।  কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ছবিটি