ঠাকুরগাঁওয়ে শেষ হলো নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক প্রশিক্ষণ

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, মঙ্গলবার, ৭ আগস্ট ২০১৮ | ৪৭২

ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখরী ইউনিয়নে ইএসডিও ওয়াশ রেজাল্ট প্রজেক্টের উদ্দ্যোগে ইউনিয়নের সিবিও সদস্যদের নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ইউনিয়ন সভাকক্ষে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুখানপুখরী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাহিদুল ইসলাম।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইএসডিওর সিডিও সাইফুল মালেক, ইউএফ হাফিজা কামাল, ভাস্কর রায়, ও আমিরুল ইসলাম।

উল্লেখ্যঃ উক্ত প্রশিক্ষণে ৩ টি ব্যাচ মোট ৭৫  জন পুরুষ ও মহিলা অংশ নেন।