কালীগঞ্জে ৩৬০ লিটার বাংলা মদসহ একজন গ্রেফতার

ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪০ এএম, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭ | ৪৭৮

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া থেকে ৩৬০ লিটার বাংলা মদ সহ কিনারাম দাস (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কিনারাম দাস ওই গ্রামের মৃত বাসু দেব দাসের ছেলে। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে ৩৬০ লিটার বাংলা মদসহ তাকে আটক করা হয়।

পরে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করে ১৯৯০ সালের মাদকদ্র্য নিয়ন্ত্রন আইনের ২২(গ) ধারায় মামলা করা হয়।