এক অসহায় পরিবারের জীর্ণ ঘর বসবাসের উপযোগী করে দিলেন ‘ঠিকানা’

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৪ পিএম, বুধবার, ১ আগস্ট ২০১৮ | ৪৭৫

টাঙ্গাইলের বাসাইলে এক অসহায় পরিবারের জীর্ণ ঘর বসবাসের উপযোগী করে দিলেন সামাজিক সহায়ক সংস্থা “ঠিকানা”। উপজেলার কলিয়া ছয়আনী পাড়ার মৃত জুয়েল মিয়ার স্ত্রী আমেনা বেগমের জীর্ণ ঘরটি বসবাসের উপযোগী করে দেয়া হয়।

গত ৩০ জুলাই ঘরটি হস্তান্তর করা হয়। সেই সাথে "ঠিকানা"র ছাগল প্রদান কর্মসূচীর আওতায় আমেনা বেগমকে একটি ছাগলও প্রদান করা হয়। যাতে ছাগল পালনের মাধ্যমে তিনি স্বাবলম্বী হতে পারেন।

এসময় উপস্থিত ছিলেন “ঠিকানা”র প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেল, “ঠিকানা”র সদস্য জুয়েল সরকার, আবুবকর সিদ্দিকী, জুয়েল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, আমেনা বেগমের স্বামী নিম্ন আয়ের পেশাজীবি জুয়েল মিয়া প্রায় তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। তাদের ঘরে দুইজন সন্তান রয়েছে।

সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন বলে জানা গেছে।