সোমবার খালেদার দুর্নীতি মামলার শুনানি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ পিএম, রোববার, ২৯ জুলাই ২০১৮ | ৪৩৪

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করার আদেশের বিষয়ে বেগম খালেদা জিয়ার রিভিউ পিটিশনের শুনানি সোমবার (৩০ জুলাই) নির্ধারণ করেছেন আদালত।

রোববার (২৯ জুলাই) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ রিভিউ পিটিশনের শুনানির জন্য এ দিন ধার্য করেন।

এর আগে, আইনজীবীরা আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে সময় বাড়ানোর রিভিউ আবেদন করেন। বর্তমানে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটির নিয়মিত শুনানি চলছে।

এদিকে, কুমিল্লায় নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বেগম জিয়া। এরআগে, এই মামলায় বিচারিক আদালত থেকে তাকে জামিন দেয়া হয়নি।