চকরিয়ার মাদক সম্রাট ডাইল ইসমাঈল বন্দুক যুদ্ধে নিহত

জুনাইদ উদ্দিন, চকরিয়া কক্সবাজার
প্রকাশিত: ০৩:২৮ পিএম, শনিবার, ২১ জুলাই ২০১৮ | ৪৯৫
কক্সবাজারের চকরিয়ায় মো.ইসমাঈল নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ইসমাঈলকে শীর্ষ মাদক কারবারি দাবি করে পুলিশ বলেছেন, মাদক কারবার নিয়ে কোন্দলে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন ইসমাঈল নামে এ মাদক কারবারি।
 
২০জুলাই(শুক্রবার)রাত ৩ টার দিকে চকরিয়া-লামা সড়কের কুমারী ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটেছে।চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।
 
তিনি বলেন, শুক্রবার মধ্যরাতে চকরিয়া-লামা সড়কে ফাঁসিয়া খালীর কুমারী ব্রিজ এলাকায় মাদক কারবারিদের দুই পক্ষের গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তালিকাভূক্ত শীর্ষ মাদক কারবারি মো.ইসমাঈলের মরদেহ উদ্ধার করে।
 
ওসি বলেন, এ সময় ঘটনাস্থল থেকে ১টি দেশীয় এলজি, ২ রাউন্ড গুলি ও ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি ধারনা করছেন, দুই মাদক কারবারি  গ্রুপের মধ্যে আধিপাত্ত্য বিস্তারের জের ধরে এই গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
 
ওসি জানান, নিহত ইসমাইল চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কোচপাড়া মৃত আবদুস সালামের পুত্র। তার বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য আইনে ৬টি মামলা রয়েছে।
 
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।