নদীতে সেলফি তুলতে গিয়ে ৭ শিক্ষার্থীর মৃত্যু


কক্সবাজারে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৫ স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ভৈরবে মেঘনা নদীতে নেমে সেলফি তুলতে গিয়ে রাজধানী ঢাকার নটরডেম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
অন্ধকার ও প্রবল স্রোতের কারণে গতরাত ৮ টার দিকে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়। আজ সকাল থেকে আবারো উদ্ধার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এ ঘটনায় তাদের তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এবং ভৈরবের মধ্যবর্তী চরসোনারামপুরে মেঘনা নদীতে, নটরডেম বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী নৌকায় চড়ে বেড়াতে যায়। এ সময় মেহরাব ও সানজিদা প্রাপ্তি নামের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থী সেলফি তুলতে হাঁটু পানিতে নামে। পরে, প্রবল স্রোতে পা পিছলে পানিতে তলিয়ে যায় তারা। এ ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়রি করেছে মেহেরাবের পরিবার।
একজন অভিভাবক বলেন, 'আমার ছেলেটাকে সকাল থেকে খুঁজেই পাচ্ছি না। আপনারা দোয়া করেন, আমার ছেলেটাকে যেন খুঁজে পাই।'
ওরা ৭ জনই নদীতে নামছে। ৫ জন ফিরে আসলেও দুইজন আর আসতে পারে নাই। ক্লাসের কথা বলে বের হলেও ওদের কাছে বারতি পোশাক ছিল।'
এদিকে, শনিবার বিকেলে কক্সবাজারে চকোরিয়ার মাতামুহুরি নদীর পাশের চরে ফুটবল খেলতে যায় ৬ শিক্ষার্থী। পরে ফুটবল খেলা শেষ নদীতে গোসল করতে নামে তারা।