চকরিয়ায়

আড়াইশ মসজিদ মাদরাসা মন্দিরের উন্নয়নের জন্য ২ কোটি টাকা বরাদ্দ

এম.জুনাইদ উদ্দিন চকরিয়া
প্রকাশিত: ০১:১১ পিএম, সোমবার, ৯ জুলাই ২০১৮ | ৪৭০
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আলহাজ জাফর আলমের বিশেষ তদবিরে এবার সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয় চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার আড়াইশত মসজিদ মাদরাসা মন্দিরের উন্নয়নে দুই কোটি টাকার প্রায় ৪শত মেট্রিক টন খাদ্য শস্য  বরাদ্দ দিয়েছেন।
 
মন্ত্রানালয়ের আদেশের প্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসনের নির্দেশক্রমে টিআর কর্মসুচির আওতায় বরাদ্দের বিপরীতে প্রতিটি প্রতিষ্ঠানকে দুই মেট্রিক টন খাদ্য সষ্য বা সমপরিমাণ নগদ টাকা বিতরণ উদ্বোধন করা হয়েছে।
 
৮ জুলাই সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে মসজিদ মাদরাসা ও মন্দির কমিটির কর্মকর্তাদের হাতে বরাদ্ধের অনুদান বিতরণ উদ্বেধন করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।এরপর সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় সরেজমিন উপস্থিত হয়ে তালিকাভুক্ত মসজিদ মাদরাসা ও মন্দির কমিটির হাতে বরাদ্ধের অনুদান তুলে দেন উপজেলা চেয়ারম্যান।
 
মসজিদ মাদরাসা ও মন্দির উন্নয়নে সরকারিভাবে অনুদান বিতরণ অনুষ্ঠান উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার, লক্ষ্যারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান, ইউপি সচিব, ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ।
 
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান, হাসানুল ইসলাম আদর, ফাসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহাব উদ্দিন মেম্বার, সহ-সভাপতি কামাল উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক নুরুল আবছার, ছাত্রলীগ নেতা সবুজ, উপজেলা চেয়ারম্যানের সহকারি জিএম পারভেজ, জালাল উদ্দিন মানিক, উপজেলা চেয়ারম্যান কার্যালয়ের সহকারি ছৈয়দ আকবর, মসজিদ মাদরাসা ও মন্দির কমিটির সকল কর্মকর্তা এবং সুধীজন। 
 
বিতরণ অনুষ্ঠানে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আওয়ামীলীগ সরকার যতবারই ক্ষমতায় এসেছে জনগনের জন্য কাজ করেছে। দেশের অগ্রউন্নয়নে কাজ করেছে। কারন জননেত্রী শেখ হাসিনার রাজনীতি হচ্ছে দেশের উন্নয়ন ও জনগনের কল্যাণ সাধনের জন্য।
উন্নয়নের পাশাপাশি সরকার দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। সেই আলোকে ইতোমধ্যে চকরিয়া-পেকুয়া উপজেলার ২৫টি ইউনিয়ন একটি পৌরসভার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি মসজিদ মাদরাসা ও মন্দির, গীর্জা এবং পেগুড়ার উন্নয়নে সমানভাবে বরাদ্দ দিয়েছে। 
 
উপজেলা চেয়ারম্যান বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে সমগ্র দেশে যেভাবে উন্নয়নের জোয়ার বইছে, তেমনি চকরিয়া-পেকুয়া জনপদেও উন্নয়নের ব্যাপক ছোঁয়া লেগেছে। আগামীতেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। সারাদেশের মতো চকরিয়া-পেকুয়া উপজেলাকে উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজাতে হলে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। তাই আগামী নির্বাচনে চকরিয়া-পেকুয়া জনপদে আওয়ামীলীগের এমপি নিশ্চিত করতে হবে। 
 
তিনি বলেন, আগামী নির্বাচনে উন্নয়নের প্রয়োজনে, সুন্দর চকরিয়া-পেকুয়া বির্নিমানে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। সেইজন্য এখন থেকে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মীর পাশাপাশি চকরিয়া-পেকুয়ার সর্বস্তরের জনসাধারণকে জননেত্রী শেখ হাসিনার জন্য নিবেদিতভাবে কাজ করতে অনুরোধ করেছেন।