উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমিতে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০১ পিএম, শুক্রবার, ৬ জুলাই ২০১৮ | ৪৫৭

আতোঁয়া গ্রিজমানের নৈপুন্যে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। প্রথম কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে জয় ২-০ গোলে। চোটের কারণে কাভানিকে ছাড়াই নামে উরুগুয়ে। এমবাপের গতির পাশাপাশি গ্রিজমানের এক গোল ও এক অ্যাসিস্টে দুর্দান্ত জয় তুলে নেয় দিদিয়ের দেশমের দল। 

৯৮' বিশ্বকাপের স্মৃতিইকি ফিরিয়ে আনছে ফ্রান্স। স্বর্নালি সেই প্রজন্মের মতো এবারও দলে একঝাক তারকা। এমবাপে-জিরু-গ্রিজমানদের নৈপুন্যে, এবার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে সহজ জয়। চ্যাম্পিয়ন হতে জয় প্রয়োজন আর দুই ম্যাচে। 

এডিনসন কাভানির চোট, একাদশে না থাকার অভাব, অন্তত প্রথম ২০ মিনিট বুঝতে পারেনি উরুগুয়ে। সুয়ারেস-স্তুয়ানিরা একের পর এক আক্রমন চালিয়েছেন। তবে, ফ্রান্সের হয়ে ছিলেন গোলরক্ষক লরিস।

বলা যায়, ম্যাচের প্রথম সুযোগটিতেই গোল পেয়েছে ফ্রান্স। ৪০ মিনিটে গ্রিজম্যানের মাপা ফ্রিকিকে, মাথা ছুয়ে স্কোর শিটে নাম তোলেন ডিফেন্ডার ভারান। 

দ্বিতীয়ার্ধটা শুরু হয়েছিলো আক্রমন-পাল্টা আক্রমনে। তবে, গোলরক্ষক মুসলেরার ভুলে ম্যাচ থেকে ছিটকে যায় উরুগুয়ে। গ্রিজমানের গতিময় শট, ফিস্ট করতে যেয়ে জালে জড়ান মুসলেরা।

খেলার বাইরে মাঠে অহেতুক উত্তেজনাও ছড়িয়েছে কিছুক্ষন। রদ্রিগেসে- এমবাপের রেসািরেসিতে জড়িয়ে পড়ে দুইদলের একাডিধক ফুটবলার। পরে দুজনই দেখেছেন হুলুদ কার্ড। 

তবে, আর ম্যাচে ফেরা হয়নি উরুগুয়ের। এই নিয়ে ৬ষ্ঠবার গ্রেটেস্ট শো অন আর্থের সেমিফাইনালে উঠলো ফ্রান্স। আর ২০১০ সেমিফাইনিস্ট উরুগুয়েকে বিদায় নিতে হলো শেষ আট থেকেই।