মির্জাপুরে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

মির্জাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, রোববার, ১৭ সেপ্টেম্বর ২০১৭ | ৪২৯

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র চেযারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ সফল হওয়ার লক্ষে শনিবার উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম বাজারে বিকাল ৪.০০ঘটিকার দিকে ভাতগ্রাম বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী উপলক্ষে এ জন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সভাপতি হারুনউর রশিদ খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ সিদ্দিকী সাবেক এমপি, শিশু বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, তারিকুল ইসলাম নয়া, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আলী এজাজ খান চৌধুরী রুবেল, সাবেক সাংগঠনিক শফিকুল ইসলাম ফরিদ, মহিলা দলের সভানেত্রী খালেদা সিদ্দিকী স্বপ্না, উপজেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মোঃ মোর্শেদ এলাহী অঞ্জন, পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাহাত হোসেন জিহাদ, হাবিবুর রহমান মুন্না প্রমুখ।