আগামীকাল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন


গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট কাল। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সোমবার (২৫ জুলাই) সকাল থেকে নগরীর বঙ্গতাজ অডিটোরিয়াম থেকে ৪২৫ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। নিরাপত্তায় নগরজুড়ে র্যাব, পুলিশের পাশাপাশি ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল বলেন, আপনাদের নিশ্চিত করছি, নির্বাচনের পরিবেশে খুবই সুষ্ঠু রয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রার্থীদের সমন্বয়ে একটা সুন্দর নির্বাচন দেওয়ার সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
নগর-জুড়ে মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় ১২ হাজার সদস্য। নজরদারিতে রয়েছে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো।
গত ১৫ মে গাজীপুর সিটি নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও, আদালতের নির্দেশনায় তা পিছিয়ে ২৬ জুন নতুন তারিখ নির্ধারণ করেন নির্বাচন কমিশন।