গুইমারায় আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম শাহীন আলম, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৬ পিএম, সোমবার, ১১ জুন ২০১৮ | ৪৬৮
খাগড়াছড়ির গুইমারায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়। রবিবার ১০মে গুইমারা বাজারের গলিতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
 
গুইমারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফের্স চেয়ারম্যান ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা 
 
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা পৌর মেয়র সামছুল হক, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশেপ্রু মারমা, গুইমারা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাটিরাংগা উপজেলা চেয়ারম্যান শামসুল হক, গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব মেম্বার, গুইমারা উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরী, ছাত্রলীগের সভাপতি সাগর চৌধুরী সহ গুইমারা উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন।
 
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
ইফতার শুরুর আগে বিশ্ব মুসলিম উম্মাহের মাগফেরাত কামনায় এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করেন গুইমারা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা ওসমান গণি।