নাগরপুরে জিয়াউর রহমানের ৩৭তম শাহাদৎ বার্ষিকী পালিত


টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৭তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলার নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিএনপি’র (একাংশ) উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রবিউল আওয়াল লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য নূর মোহাম্মদ খান।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফারুখ আহম্মেদ খান ফারুখের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মঞ্জুর মোরশেদ হুরমুজ, ইকবাল কবির রতন, তাইজুল ইসলাম তাজুল, আরিফুল ইসলাম নবা, জহিরুল ইসলাম প্রমূখ। সভায় প্রধান অতিথি নূর মোহাম্মদ খান তার বক্তব্যকালে বলেন, ১৯৮১ সালের এই দিনে (৩০ মে) চট্রগ্রামের সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা সদস্যদের হাতে তিনি (জিয়াউর রহমান) নৃশংসভাবে খুন হন।
তার (জিয়াউর রহমান) আমলেই দেশে পর্যপ্ত উন্নয়ন হয়েছিল। জিয়াউর রহমানের অবর্তমানে তার সহধর্মীনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন ও দলের হাল ধরেছিলেন। বর্তমানে একটি মিথ্যা মামলা দিয়ে তাকে জেল রাখা হয়েছে। যা সম্পূর্ন অনৈতিক। এ নির্যাতন দেশের জনগন মেনে নেবে না। অবিলম্বে নি:শর্তে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে নির্দলীয় তত্ববধায়ক সরকারের অধিনে একটি সুষ্ঠ নির্বাচনের দাবি করেন তিনি।