টাঙ্গাইলে মাদক ও জঙ্গীবাদ বিরোধী পথসভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, শনিবার, ২৬ মে ২০১৮ | ৪৯৪

টাঙ্গাইলে জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মাদক ও জঙ্গীবাদ বিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ মে শনিবার সকালে শহরের শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এ পথসভা অনুষ্ঠিত হয়। আয়োজিত পথসভায় জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল মডেল থানার পুলিশ পরিদর্শক (সিপিও) মোঃ মোশারফ হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি মোঃ জুলফিকার আলী, মহিলা বিষয়ক সম্পাদক মর্জিনা বেগম, মোঃ আসাদ, মোঃ বাদশা মিয়া, পুলিশ কর্মকর্তা (অবঃ) মোঃ শাহানুর গণমাধ্যম কর্মী সাংবাদিক রতন আহমেদ সিদ্দিকী ও তনয় কুমার বিশ্বাস।

এছাড়াও পথসভায় জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ছাড়াও সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন। মাদক ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশে বক্তারা বলেন, সমাজ ও দেশ থেকে মাদক দমন করতে হলে সম্মিলিতভাবে মাদক বিরোধী প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের কুফল গুলো মানুষের মাঝে তুলে ধরতে হবে।

মাদক সেবনকারী বা মাদক বিক্রয়কারী উভয়ই অপরাধী। মাদক সেবনের জন্যই জাতি আজ অপরাধের দিকে অগ্রসর হচ্ছে। মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে পাড়া-মহল­া, মসজিদ, মন্দির, স্কুল, কলেজে আলোচনা সভা করতে হবে।