নাগরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪ দোকানিকে জরিমানা


টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা শাহীন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিন চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী মওজুদ রাখার দায়ে ৪ দোকানির কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানা আদায়কৃত দোকানিরা হচ্ছেন, সুমন ষ্টোর ৫ হাজার, মেহেদি ষ্টোর ৩ হাজার, সুনিল সাহা ষ্টোর ৫ হাজার ও খান এন্টারপ্রাইজ (পোল্ট্রি ফিড) ৫ হাজার। এ সময় মেয়াদ উত্তীর্ণ পন্য জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এদিব মাহমুদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন প্রমূখ।