বগুড়ায় মেডিসিন দিয়ে পাকানোয় ৭৪০ কেজি আম ধ্বংস 

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৮ এএম, সোমবার, ২১ মে ২০১৮ | ৫১০
বগুড়ায় অপরিপক্ক আম মেডিসিন দিয়ে পাকানোর দায়ে শহরের দুটি ফলের আড়ৎ থেকে ৭৪০ কেজি আম জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত । একই সঙ্গে আড়ৎ মালিকেকে ৩৫ হাজার টাকা জরিমানাও করা হয়।ক্লাবের সামনের এলাকায় ওই আদালত পরিচালনা করেন।
 
অভিযানকালে বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকরভাবে আমগুলো রাসায়নিক দ্রব্য দ্বারা প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়ায় ভোক্তার অধিকার আইনের ৪৩ ধারায় সেগুলো জব্দ ও ধ্বংস করা হয়।
 
তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বেশ কয়েকজন দোকান বন্ধ করে পালিয়ে যায়।বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত স্টেশন রোডে সোহাগ ফল ভাণ্ডারে যায়।
 
সেখানে ইথোপেন নামের রাসানিয়ক দিয়ে অপরিপক্ক আম পাকানোর প্রমাণ পাওয়া যায়। এরপর আদালত ওই আড়ৎ থেকে ৪০০ কেজি আম জব্দ করে। পরে ওই আড়ৎ মালিক সনাতন চন্দ্র দাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এরপর আদালত মোশাররফ হোসেনের মালিকানাধীন পূজা ফল ভাণ্ডারে যায়। সেখানেও অনুরূপভাবে রাসায়নিক মিশ্রিত ৩৪০ কেজি আম জব্দ এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা আমগুলো জনসম্মুখে বুলডোজার দিয়ে পিষে ধ্বংস করা হয়।