প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম


প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহযোগিতা পেলেন টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নজরুল ইসলাম। মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন এ চিঠিটি তুলে দেন।
জানা যায়, টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুর পাড়ার এক আওয়ামী পরিবারের সন্তান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নজরুল ইসলাম হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে জায়গা জমি বন্ধকী রেখে বাড়ি লোন নেন এবং নিয়মিত সে কিস্তি পরিশোধ করতে থাকে । কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ায় নিয়মিত কিস্তি না দেওয়ায় হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন তাকে দেউলিয়া ঘোষনা করেন। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন মুক্তিযোদ্ধা সৈয়দ নজরুল ইসলামের জায়গা জমি নিলাম করেন।
এই বিষয়টি প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে অবগত করে আর্থিক সহায়তার আবেদন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন। তার আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ছয় লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আর্থিক অনুদানের চিঠিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে মুক্তিযোদ্ধা সৈয়দ নজরুল ইসলামের এর হাতে তুলে দেন সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।