টাঙ্গাইলে পরকীয়ার জেরে তাঁত শ্রমিক খুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৩ পিএম, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮ | ৩৯৫

টাঙ্গাইলে পরকীয়ার জের ধরে মাজেদুল(৩৫) নামে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে।

শনিবার (২৮ এপ্রিল) ভোরে শহরের রাবনা বাইপাসের মায়া হোটেলের পেছনে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকার সিদ্দিক হোসেন এবং সাজ্জাত হোসেন নামে দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত মাজেদুলের বাড়ি গাজীপুরে। তিনি মায়া হোটেল সংলগ্ন একটি তাঁত ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, মাজেদুল তাঁত ফ্যাক্টরির পাশের এক বাড়ির স্বামী পরিত্যক্ত নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শনিবার ভোরে মাজেদুল ওই নারীর বাড়িতে যান। এক পর্যায়ে ওই নারীর পরিবারের লোকজন মাজেদুলকে আটক করে বেদম মারধর করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর আত্মীয় সিদ্দিক হোসেন এবং সাজ্জাত হোসেনকে আটক করে। গুরুতর আহত অবস্থায় মাজেদুলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।