টাঙ্গাইল সদরের কাকুয়া ইউনিয়নের জনগণের মাঝে সোলার প্যানেল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, সোমবার, ২ এপ্রিল ২০১৮ | ৭৮৬

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের জনগণের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্জ মো. ছানোয়ার হোসেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিরুল ইসলাম খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস ছাত্তার আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল বারী, আবু সাইদ মোল্লা প্রমুখ।

এসময় ৬৬টি সোলার প্যানেল ও ৬টি স্ট্রীট লাইট বিতরণ করা হয়।