টাঙ্গাইলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পবৃন্দের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

টাঙ্গাইলে আবদুল মান্নান স্মরণোৎসব এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পবৃন্দের সংবর্ধনা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩১ মার্চ সন্ধ্যায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যানের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদে প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।সাবেক সচিব ও রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম শহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম।
আলোচনা শেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পবৃন্দের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিতরা হলেন বুলবুল মহলা নবীশ, আবিদা সুলতানা, শাহীন সামাদ, ফকির আলমগীর, মো. রফিকুল আলম, রথীন্দ্র নাথ রায়, ইন্দ্র মোহন রাজবংশী।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি। পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পবৃন্দের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।