দাদাকে শেষ দেখা হলনা কুমুদিনী মেডিকেলের ছাত্রী শ্রেয়া ঝাঁর

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৩ পিএম, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮ | ১২০২

দাদার মৃত্যুর সংবাদ শুনে দেখতে যাওয়া হলনা মির্জাপুর কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী শেয়া ঝাঁর।

নেপালের রাজধানী কাঠমুন্ডুর ত্রিভরা বিমান বন্দরে ইউএস-বাংলা এয়ার লাইনন্সের বিমান বিধ্বস্ত হয়ে শ্রেয়ার মর্মান্তিক মৃত্যু হয়।
শ্রেয়া ঝাঁ নেপালের মাহোতারী ৩ সানফা এলাকার বাসিন্দা। তার বাবার নাম লাকসমান ঝাঁ এবং মাতার নাম মাধুরী ঝাঁ।

নেপালে বিমান দুর্ঘটনায় তার এই অকাল মৃত্যুতে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।প্রিয় বান্ধবীকে হারিয়ে সবার মাঝে বিরাজ করছে শোক।কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ হালিম আজ নেপারে বিমান দুর্ঘটনায় তার মেডিকেল কলেজের ছাত্রী শ্রেয়া ঝাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কলেজ সুত্র জানায়, শ্রেয়া ঝাঁর বাড়ি নেপালে।মেডিকেল কলেজে পড়ার জন্য টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে ভর্তি হয়ে ছিলেন।শিক্ষক ও তার সহপাঠীরা জানিয়েছেন, শ্রেয়া ঝাঁ ছিল অত্যন্ত মেধাবী, শান্ত স্বভাবের। সাংস্কৃতিক অংগনে ছিল বেশ পারদর্শী।এ জন্য ক্যাম্পাসে সে ছিল সবার প্রিয় মুখ।

রোববার নেপাল থেকে তার দাদার মৃত্যুর খবর আসে। কলেজ থেকে ছুটি নিয়ে সোমবার দেশে যাওয়ার জন্য ঢাকায় যান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গিয়ে ইউএস-বাংলা এয়ার লাইনন্সের বিমানের টিকেট নিয়ে নেপাল রওয়ান দেন। কিন্তু নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার আগেই বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়।