কালিহাতীতে আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২৭ পিএম, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮ | ৪০২

“সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবনধারা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উদ্যাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৬ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় কালিহাতী উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা এ.এম শহিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার।