টাঙ্গাইলে জাতীয় পাট দিবস পালিত


“সোনালী আঁশের সোনার দেশ পাট পন্যের বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও জাতীয় পাট দিবস পালন করা হয়েছে।
৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নেছার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল ব্যাবসায়ী ঐক জোটের সভাপতি আবুল কালাম মুস্তফা লাবু, টাঙ্গাইল পৌর আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম আলমগীর, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে টাঙ্গাইল বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক অফিসের সামনে গিয়ে শেষ হয়। এছাড়াও টাঙ্গাইল টেক্সটাইল ইন্সটিটিউট উদ্যোগে টেক্সটাইল এর সামনে থেকে একটি আনন্দ র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টেক্সটাইল এর সামনে গিয়ে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল টেক্সটাইল ইন্সটিটিউট এর প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, ইন্সটাক্টর খাদেম জিলানী, প্রদীপ ঘোষ, সত্তরঞ্জন সরকার, এনামুল হকসহ সহশ্রাধিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।