কালিহাতীতে ব্র্যাকের অভিবাসন কর্মশালা অনুষ্ঠিত


টাঙ্গাইলের কালিহাতীতে ব্র্যাকের অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ফেব্রুয়ারি সকাল ১১ টায় কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: মনোয়ারা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) নাফিসা আক্তার, জেলা ব্র্যাকের কাউন্সেলর আরিফুল ইসলাম,উপজেলা বিদেশগামীদের ভাষা ও প্রশিক্ষন কেন্দ্রের এলটিসি কোÑঅর্ডিনেটর আজিজার রহমান (সুমন)সহ সাংবাদিক,বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শুভ্র মজুমদার/পিএইচ