কালো পোশাকে কেন গরম বেশি লাগে?


কালো পোশাকে কখনো শোকের প্রকাশ করা হয়, কালোতেই আবার ফুটে ওঠে ব্যক্তিত্বের নানা দিক। অফিসে স্মার্ট লুকের জন্য কালো পোশাক পরা যায় অনায়াসেই। একই রঙের কত রূপ! তাই তো আমাদের দেশের ফ্যাশন হাউসগুলো কালো শাড়ি, সালোয়ার, টপ, টিউনিক, ফ্রক, কোট, শার্ট,ফতুয়াসহ নানা ধরনের পোশাক ডিজাইন করে থাকে। কিন্তু কালো পোশাকে গরম বেশি লাগে। তাই গরম আবহাওয়ায় কালো পোশাক এড়িয়ে চলাই ভালো।
কেন গরম লাগে
রঙের সঙ্গে তাপের সম্পর্ক আছে। সব রঙের জিনিসের তাপধারণ ক্ষমতা এক রকম নয়। কালো রঙের পোশাকই সবচেয়ে বেশি তাপ ধারণ বা তাপ শোষণ করতে পারে। তাই কালো রং গরমের জন্য উপযুক্ত নয়। শুধু কালো রংই নয়, অন্যান্য গাঢ় রঙের পোশাকও গরম বাড়িয়ে দিতে পারে। গাঢ় রংও তাপ শোষণ ক্ষমতা বেশি। এছাড়া গরমের স্টাইল মানে খুব জমকালো কিছু নয়, আরামদায়ক হালকা কাপড়, সাদামাটা কিন্তু দেখতে ভালো লাগবে।
এই সময়ে যেহেতু গরম তাই আরামের জন্য হালকা রঙের কামিজ, কুর্তি কিংবা ফতুয়া বেছে নিতে পারেন। আধুনিক কাটছাঁটে আর আরামদায়ক কাপড় পোশাকগুলো ভিন্ন মাত্রা এনে দেবে। ঢিলেঢালা ফুলহাতা ডিজাইনের পোশাকগুলো চমৎকার এক আধুনিক লুক দিয়ে থাকে।
সাদা ও অন্যান্য হালকা রঙের পোশাক চোখকে দেয় প্রশান্তি। সাদা পোশাকের মতো হালকা গোলাপি পোশাকও আরাম দেবে। এছাড়া বিশ্ব ফ্যাশনে হালকা রঙের প্যালেট থেকে বেছে নিতে পারেন বাটার ইয়েলো,আইসি ব্লু, চেরি রেড, সোনালি, রুপালি মতো রঙগুলোকে।
আমাদের দেশের আবহাওয়ায় সবচেয়ে ভালো সুতি কাপড়ের পোশাক। সুতি কাপড়ের ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে। ঘাম শোষণক্ষমতাও বেশি। সুতির পরই গরমে আরামদায়ক কাপড় হলো নরম লিনেন। এছাড়া বেছে নিতে পারেন খাদি, ভিসকস, ধুপিয়ান, শিফন, সিল্কের পোশাক। সূক্ষ্ম এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট কিংবা জ্যামিতিক প্যাটার্নের ছোঁয়া এই কাপড়ের পোশাকে নান্দনিকভাব ফুটিয়ে তোলে। যা অফিস বা বাইরে যে কোনো পরিবেশে সহজেই মানিয়ে যায়।