ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: ইসি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সানাউল্লাহ জানান, প্রবাসী এবং দেশেও পোস্টাল ভোটের প্রস্তুতি নেয়া হচ্ছে। যাতে এটি দ্রুত হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এতে করে অনেক ভোট নিয়ে আনা সম্ভব হবে। এবং এ কাজের স্বচ্ছতার জন্য সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।
তিনি আরো জানান, নির্বাচন কমিশন আগামী মাস থেকে শুরু করে প্রবাসীদের ভোটার অ্যাডুকেশনের কাজ শুরু করা হবে। ২০২৫ এর ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তালিকায় যুক্ত করা হবে। প্রতি মাসে প্রায় ২ লাখ ভোটার হয়। ফলে ১৮ থেকে ২০ লাখ বাড়তে পারে।