বাগাতিপাড়ায় অবাধে খোলা খাবার বিক্রি, জনস্বাস্থ্য হুমকিতে! অভিযোগের অপেক্ষায় কর্তাব্যক্তি


নাটোরের বাগাতিপাড়া উপজেলা ও পৌর শহরের বিভিন্ন হাটবাজারে অবাধে খোলা খাবার বিক্রি হওয়ার অভিযোগ। এভাবে যেখানে সেখানে খোলা খাবার বিক্রির কারণে বিভিন্ন রোগ বালাই ছড়িয়ে জনস্বাস্থ্য পড়ছে হুমকির মুখে। অভিযোগ না পাওয়ার দোহাই সংশ্লিষ্ট দপ্তরের কর্তাব্যক্তির।
নিরাপদ খাদ্য পণ্যে নিশ্চিত করতে খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের কিছু করণিয় আছে কী না জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রাং অভিযোগের দোহাই দিয়ে দাবি করেন, ‘অভিযোগ পাওয়া সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করি। অভিযোগ না পেলে স-প্রণোদিত হয়ে আমরা কোন কাজ করতে পারি না। এবারেই প্রথম নিরাপদ খাদ্য দিবস পালিত হলো।’
সরেজমিনে দেখা যায়, উপজেলা ও পৌর শহররে হাটবাজারের মধ্যে পেড়াবাড়ীয়া, ছাতিয়ানতলা, বিহারকোল, তমালতলা, লোকমানপুর, দয়ারামপুর, জামনগর, সাইলকোনা সহ বিভিন্ন হাট বাজারে অবাধে খোলা খাবার বিক্রি হচ্ছে। তাতেকরে রাস্তার ধুলা-বালি খাবারের উপরে পড়ে। এতে করে নানা ধরনরে রোগ বালাই এর সৃষ্টি হয়। উপজেলা প্রশাসন মাঝে মধ্যে বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতে জরিমানা করলেও সংশোধন হচ্ছেনা ওই সকল ব্যবসায়ীরা।
তবে এগুলো দেখভালের জন্য সেনেটারী ইন্সপেক্টর দায়িত্ব পালন করার কথা থাকলেও তার কার্যক্রম খুব এটকা দৃশ্যমান না। সেনিটারী ইন্সপেক্টর এসএম আসলাম হোসেনের দাবি, চেষ্টা করছি মানুষকে সচেতন করতে। এগুলো বিষয়েতো কোন অভিযোগ নেই।’ তবে গত জানুয়ারীতে নিরাপদ খাদ্য বিষয়ক কোন অভিযান প্রশাসনের পক্ষ থেকে হয়নি বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে কনজুমারস আসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বাগাতিপাড়া উপজেলা শাখা সভাপতি আব্দুল মজিদ বলেন, ‘ভেজাল মুক্ত নিরাপদ খাদ্য পণ্যে এবং সেবা পাওয়া ভোক্তা-ক্রেতার বৈধ্য অধিকার। ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় সুনির্দিষ্ট অপরাধ ও সাজাসমূহের ব্যাপারে ক্রেতা-বিক্রেতাকে সচেতন করতে প্রচারপত্র বিতরণ, সভা-সমাবেশ ক্যাব এর পক্ষ থেকে করা হয়। তবে খোলা খাবার বিক্রি বন্ধের জন্য কর্তপক্ষের ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। জনগণের অভিযোগের দোহাই দিয়ে প্রশাসনের কর্তাব্যাক্তিগণ, তাদের দায় এড়াতে পারেন না।’
আরিফুল ইসলাম তপু/এইচএইচ