পিঠা উৎসব, বস্তির পথশিশুরাই অতিথি

ব্যতিক্রমী পিঠা উৎসবের আয়োজন করেছে টাঙ্গাইলের স্থানীয় দশমিক ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের তরুণ শিক্ষার্থীরা তাদের হাত খরচের টাকা বাঁচিয়ে পিঠা উৎসবের আয়োজন করেন তারা।
গতকাল শনিবার রাতে টাঙ্গাইল পৌর শহরের পাতুলিপাড়া দশমিক ফাউন্ডেশনের পাঠশালা প্রাঙ্গণের কাগমারি বস্তি এলাকায় পথশিশুদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন করে সংগঠনটি। এতে আনন্দ উৎসবে মেতে ওঠে শিশুরা। শিশুদের দেশীয় ঐতিহ্য পিঠার নামও পরিচিত করিয়ে দেওয়া হয়।
পিঠা উৎসবে আসা পথশিশু মানিক, চাঁদনি ও সুমাইয়া খাতুন আনন্দ প্রকাশ করে বলেন, আমরা টাকার অভাবে পিঠা কিনে খেতে পারি না। আমাদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এ শীতকালে তাদের কারণে পিঠা খাওয়ার সুযোগ হয়েছে। অনেকগুলো পিঠা খেয়েছি। প্রতিবার এমন আয়োজন চাই আমরা।
দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মিনারুল ইসলাম বলেন, সমাজের অবহেলিত ও ছিন্নমূল পথশিশুরাই পিঠা উৎসবে প্রধান ও বিশেষ অতিথি। সুবিধাবঞ্চিত শিশুরা মজাদায়ক খাবার পিঠা থেকে হয়তো বঞ্চিত থাকে। এজন্য অর্ধশতাধিক পথশিশুদের নিয়ে দশমিক পাঠশালাতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করব।