আশ্রয়হীনকে ঘর প্রদান এমপি ছানোয়ারের


"আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার " গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচি এর আওতায় টাঙ্গাইল পৌর শহরের ছয় আশ্রয়হীন পরিবারকে ঘর প্রদান করলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
রোববার (২৭ নভেম্বর) সকালে পৌরসভার ৬ নং ওয়ার্ড নোটারী পল্লীতে আশ্রয়হীন পরিবারকে ঘর হস্তন্তার করা হয়।
ছয়জন হলেন, মো. শাহানুর মিয়া,জুয়েল মিয়া,আতোয়ার আলী,আ.মালেক খান,খ: আনিছুজ্জামান এবং আফাজ মোল্লা।
এসময় আরোও উপস্থিত ছিলেন,টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.এরশাদুল আলম,৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. মামুন জামান সজল , সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফিরোজ মাহমুদ ফরিদ প্রমুখ।