প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটারদের সন্ধানে

প্রতিযোগিতায় ক্যাম্পেইনের ২য় দিনে বেড়েছে অংশগ্রহন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮ | ৮৫৪

টাঙ্গাইলে শুরু হওয়া প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটারদের সন্ধানে প্রতিযোগিতায় দ্বিতীয় দিনের মত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহন বেড়েছে।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল পৌরএলাকার শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় ও বিবেকানন্দ স্কুল এন্ড কলেজে প্রতিযোগিতার এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

মিডিয়া পার্টনার বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির সার্বিক সহযোগিতায় আয়োজিত ক্যাম্পেইন এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটি ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ।

শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মিডিয়া পার্টনার বংশাই টেলিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক তপু আহম্মেদ, আলোকিতপ্রজন্ম.কম এর সম্পাদক পারভেজ হাসান, প্রতিযোগিতার উদ্যেক্তা সোহেল মাহমুদ সৈকত,টাঙ্গাইল জেলা ছাএলীগের সদস্য কাজী ইলিয়াস ও তপু সহ শারিরিক শিক্ষা শিক্ষক পিপিস চন্দ্র সাহা ও বাংলা টিভির টাঙ্গাইল প্রতিনিধি তপু আহম্মেদ, প্রতিষ্ঠান দু’টির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

দ্বিতীয় দিনের ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছে বিসিবির টাঙ্গাইল জেলার সহকারী কোচ ও টাঙ্গাইল স্পোর্টস একাডেমির কোচ মোঃ রাজিব খান, ক্রিকেটার সামিউল ইসলাম সামি, ইমন, রাকিবুল হাসান, আজাদ আহমেদ, শাহিন ও রাশেদ।