সখীপুরে পল্লী চিকিৎসকের আত্মহত্যা


টাঙ্গাইলের সখীপুরে আলী আজম (৪০) নামের এক পল্লী চিকিৎসক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার লাঙ্গুলিয়া বাজারে এ ঘটনা। সে লাঙ্গুলিয়া গ্রামের আবুল বেপারীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই পল্লী চিকিৎসক আলী আজম বিভিন্ন ব্যাংকে ঋণ গ্রস্থ ছিলেন । লোনের কিস্তি নিয়ে সে দুশ্চিন্তায় ছিলেন। বাড়িতে সকালের খাবার খেয়ে দোকানে আসেন। কিছুক্ষণ পরেই রশি দিয়ে দোকানের আড়ার সাথে ফাঁসি দেন।
যাদবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোনায়েম শিকদার বলেন, নিহত আলী আজম অনেক টাকা ঋণগ্রস্থ ছিলেন আমার ধারণা ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছেন। পল্লী চিকিৎসক আলী আজমের আত্মহত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্থানীয় ইউপি সদস্য জয়েন উদ্দিন বলেন,ধারণা করছি ঋণের চাপেই আত্মহত্যা করেছেন।
সখীপুর থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।