টাঙ্গাইলে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, রোববার, ১৮ সেপ্টেম্বর ২০২২ | ৪০৬
টাঙ্গাইলে মহাসড়ক পাড় হওয়ার সময় বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
 
রোববার ( ১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান।
 
নিহত স্বামী-স্ত্রী হলেন- ভুঞাপুর উপজেলার মাছুহাটা গ্রামের সত্যেন্দ্র মোদক (৭০) ও তার স্ত্রী মিনতি রানী মোদক (৬০)‌।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রোববার বগুড়া থেকে বাসযোগে টাঙ্গাইল তাদের বাড়িতে যাওয়ার জন্য আশেকপুর বাইপাস নামেন। এসময় রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  পরে তাদের লাশ এলেঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন ‌। তাদের মরদেহ আইনী প্রক্রিয়াশেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।