বনানীতে বিএনপি নেতাদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০২:১৫ পিএম, রোববার, ১৮ সেপ্টেম্বর ২০২২ | ৩৫৯

ঢাকার বনানীতে বিএনপির মোমবাতী প্রজ্জলণ কর্মসূচির হামলার ঘটনায় টাঙ্গাইলে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে ।  

রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে  জেলা বিএনপির আয়োজনে টাঙ্গাইল শহরের শান্তিকুন্জ মোড়ে বিক্ষোভ মিছিল শেষ করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে,  জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সহ সদর উপজেলার বিএনপির নেতারা বক্তব্য রাখেন।