টাঙ্গাইলে ৩ ক্লিনিক সিলগালা ও তিন ক্লিনিকের জরিমানা


স্বাস্থ্য অধিদফতরের সারাদেশের সব অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ বাস্তবায়নে টাঙ্গাইলে ভ্রাম্যামাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৮মে) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় বৈধ কোন কাগজপত্র না থাকায় তাৎক্ষনিত তিনটি ক্লিনিক সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়াও তিনটি ক্লিনিক মালিককে জরিমানা করা হয়েছে। অভিযানে সঠিক কাগজপত্র দেখাতে না পারায় পদ্মা ডিজিটাল ক্লিনিক, আমানত ক্লিনিক এন্ড হসপিটাল এবং স্বদেশ ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার তাৎক্ষনিক বন্ধের নির্দেশ দিয়ে সিলাগালা করে দেয়া হয়।
এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দি সিটি ক্লিনিক ২০হাজার টাকা, কমফোর্ড হাসাপাতালকে ৩০হাজার টাকা জরিমানা এবং ডিজিল্যাব ক্লিনিককে ৩০হাজার টাকা জরিমানাসহ আগামীকাল দুপুর পর্যন্ত সময় দেয়া হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন জানান, বৈধ কোন কাগপত্র না থাকায় ৩টি ক্লিনিক সিলগালা করা হয়েছে।
এছাড়া ডিজিল্যাবে সিজারিয়ান রোগী থাকায় আজকে ৩০হাজার জরিমানা করে আগামীকাল দুপুর পর্যন্ত সময় দেয়া হয়েছে। এরপর সেটাকে সিলগালা করা হবে। এখানে ১৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক অবৈধ আছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সদর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ শরিফুল ইসলাম ও জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা।