মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৭ পিএম, রোববার, ১৭ এপ্রিল ২০২২ | ৪৫৯

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় সোলায়মান (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা পৌনের একটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন) বাইমহাটী যমুনা ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান উপজেলার তরফপুর ইউনিয়নর তরফপুর গ্রামের শওকত হোসেনের ছেলে। সে মির্জাপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

পুলিশ জানায়, সোলায়মান ও তার দুই বন্ধু কলেজ থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে বাইমহাটী যমুনা ক্লিনিকের সামনে একটি সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সোলায়মান ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মেহেদি ও আরেক আরোহি রাকিব আহত হয়। মির্জাপুর থানার উপপরিদর্শক (এস.আই) হাবিবুর রহমান বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তন্তর করা হয়েছে।