ঘণ্টায় ৩৯৭ ভোট

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০ পিএম, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২ | ৪৬০
বিশৃঙ্খলার কারণে স্থগিত হওয়া টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৩২ টি। দুপুর দেড়টা পর্যন্ত কেন্দ্রটিতে ভোট পড়েছে ২ হাজার ১৮০ টি। ঘণ্টায় ভোট প্রদানের হার ৩৯৬.৩৬ ভাগ। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
এদিকে, সকালে থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। কেন্দ্রটিতে ৮১ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ১৭জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। ৩ হাজার ৩২ জন ভোটার ৭ টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
 
একটি কেন্দ্রে নির্বাচন হওয়ায় পুরো উপজেলাবাসীর নজর এখন আকালুর দিকে। এ কেন্দ্রের ভোটাররাও নির্ধারণ করবেন কে হচ্ছেন আগামী পাঁচ বছরের জন্য অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান। 
 
এ ইউনিয়নে ১০টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ৪ হাজার ৮৫৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. শরিফুল ইসলাম (সরকার শরীফ) আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯ ভোট ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫২৭ ভোট পেয়েছেন। 
 
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর উপজেলার ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে ভোটগ্রহণ স্থগিত করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন।