মির্জাপুরে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪১ পিএম, রোববার, ৩০ জানুয়ারী ২০২২ | ৬১৮

টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অজ্ঞাত এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে। রবিবার সন্ধায় উপজেলার গোড়াই এলাকার দক্ষিণ নাজিরপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর পুরোনো বাড়ির পরিত্যাক্ত টয়লেটের কাছ থেকে এই কঙ্কাল উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, মির্জাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর পুরোনো বাড়ির পরিত্যাক্ত টয়লেটের থেকে শেয়ালে এক নারীর মরদেহ টেনে নিচ্ছিল। এসময় আশপাশের বাড়ির লোকজন দেখতে পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে বিষয়টি জানান। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি দেখতে পান। কঙ্কালের গলায় একটি কার্ড ঝুলানো রয়েছে। ওই কার্ডে বিলকিস, ধানমন্ডির ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট লিমিটেড নামের একটি বেসরকারি হাসপাতাল উল্লেখ রয়েছে। তবে ওই কার্ডটি ভূয়া বলে ধারণা করছেন পিুলিশ। থানা পুলিশ ছাড়াও টাঙ্গাইলের পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁন জানান, দুর্বত্তরা অনেক আগেই ওই নারীকে খুন করে থাকতে পারে। মরদেহ কঙ্কাল হয়ে আছে। পরিচয় নিশ্চিত হতে পুলিশ, পিবিআই ও সিআইডি তদন্ত করছে। তবে মরদেহের গলায় ঝুলানো কার্ডটি ভুয়া বলে তিনি বরেন।