ঝিনাইদহ সরকারি শিশু পরিবারের বালিকাদের বনভোজন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩০ পিএম, রোববার, ২১ জানুয়ারী ২০১৮ | ৪৪৫

ঝিনাইদহ সরকারি শিশু পরিবারের বালিকাদের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালী এন্ড পিকনিক স্পটে এ বনভোজনের আয়োজন করা হয়।

জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, তার সহধর্মীনি আর্মিজা শিরিন আক্তার এ্যামি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জোহান ড্রিম ভ্যালী এন্ড পিকনিক স্পটের স্বত্তাধীকারী মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বনভোজনে শতাধিক বালিকা অংশগ্রহন করেন। এসময় বালিকাদের অংশগ্রহণে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।