মির্জাপুরে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৩ পিএম, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২ | ৪৮৬

টাঙ্গাইলের মির্জাপুরে আলোচনা সভা ও কেককাটার মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ক্রিড়া সংস্থার সামনে আলোচনাসভার আয়োজন করা হয়। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগ নেতা খান আহমেদ শুভ,উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, আওয়ামী লীগ নেতা রাফিউর রহমান খান ইউসুফজাই, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল ও তোফিকুর রহমান তালুকদার রাজীব, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, যুগ্ম সম্পাদক ফুয়াদ হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক জিহাদ হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াকিল আহমে, কলেজ ছাত্রলীগের সভাপতি মোবারক হোসেন ও সম্পাদক মারুফ হোসেন প্রমুখ। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭৪ পাউন্ড ওজনের কেককাটা হয়।