ঘারিন্দা ও গালা ইউনিয়নে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন


টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ও গালা ইউনিয়নের দুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে ( ৩ জানুয়ারী) এ দুটি বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, সদর উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্ল্যাহ, ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ,সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ রেজা, উপ-সহকারী প্রকৌশলী ছানোয়ার হোসেন, সদর উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী ,সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সাগর, শহর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী শফিকুল মওলা দোয়েল প্রমুখ।