হাতেখড়ি মেধা পুরস্কার পেল ১১ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৫ পিএম, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ | ৪৯১

টাঙ্গাইলে পড়ার পাশাপাশি সোনামণিদের হাতে সুন্দর অক্ষর গড়ে দেয়ার একমাত্র প্রতিষ্ঠান হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের মেধা পুরস্কার পেল ১১ জন শিক্ষার্থী।

সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা প্রদান করা হয়। যারা পেলেন- মির্জা হাসান আয়ান, মালেকুজ্জামান ফালাক, কানিজ ফাতেমা সিনহা, নুরে আলম শান, সায়নী সাহা, জাফরিন জান্নাত, সাদিয়া ইসলাম মৌ, সাদেকিন ইসলাম, আদিত নাহিন, সায়বা হোসেন তাহা, প্রকৃতি ইসলাম।

প্রতি বছরের ন্যায় এবারও এ পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্কুলের চেয়ারম্যান ও সাংবাদিক নওশাদ রানা সানভী, প্রশাসনিক কর্মকর্তা ফরিদা আক্তার, শিক্ষিকা মিম আক্তার, তাসলিমা আক্তার প্রমুখ।