পঞ্চম ধাপে ইউপি নির্বাচন

মির্জাপুরে এক পরিবারের তিনজন আ,লীগের মনোনয়ন প্রত্যাশী

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৩ পিএম, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ | ৪০৩

টাঙ্গাইলের মির্জাপুরে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামেন রেখে মহেড়া ইউনিয়নে এক পরিবারের তিনজন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বিষয়টি ওই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। 

এরা হলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মো. বাদশা মিয়া, স্ত্রী নারী নেত্রী রাজিয়া বেগম ও ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা ােম আওলাদ হোসেন।

এরা তিনজনেই বর্তমানে নির্বাচনী মাঠে সক্রিয়। বাদশা মিয়া গত নির্বাচনে মহেড়া ইউপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই স্ত্রী রাজিয়া বেগমকে সঙ্গে নিয়ে এলাকায় কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি এলাকায় একজন সফল চেয়ারম্যান হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার এই সফলতার পেছনে তার স্ত্রী রাজিয়া বেগম গুরুত্বপুর্ণ ভুমিকা রেখে চলেছেন। এখন তারা দুজনেই প্রার্থী হয়েছেন। তবে তারা এক অপরকে মেনে নেওয়ার মানসিকতা রয়েছে বলে তাদের সাথে কথা বলে জানা গেছে।

অপরদিকে চেয়ারম্যানের ছোট ভাই যুবলীগ নেতা আওলাদ হোসেন দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। এলাকায় তারও ভাল পরিচিতি রয়েছে। তার ভাই এবং ভাবীর সাথে সেও প্রার্থী হয়েছন। তবে তারও দলে প্রতি যথেষ্ট আনুগত্য রয়েছে। যেকোন সিদ্ধান্ত মেনে নেওয়ার মানসিকতা তার রয়েছে বলে তিনি জানিয়েছেন।