কালিহাতীতে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত


টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
১৫ আগস্ট মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার বাগুটিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মালেক(৬০)উপজেলার বাংড়া ইউনিয়নের বিলবর্ণী গ্রামের মৃত কাশেম সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানাযায়, মালেক ১৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বাড়ি থেকে বের হয়ে বাগুটিয়া বাজারে যাওয়ার পথে রাস্তা পার হচ্ছিল।
- এ সময় একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। নিহত মালেকের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ড্রাইভারসহ ঘাতক পিকআপটিকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।