বাসাইলে দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


টাঙ্গাইলের বাসাইলে পৃথক স্থানে দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে ওই দুই মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উপজেলার কাউলজানী বোর্ড বাজার এলাকার কামাল মিয়ার মেয়ে শারমিন আক্তার (১৫) এবং বার্থা দক্ষিণ পাড়া গ্রামের মোস্তফা সিকদারের মেয়ে মুক্তা (১৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে উপজেলার কাউলজানী বোর্ড বাজার এলাকার শারমিন আক্তারের লাশ পাশের ঘরের ধন্যার সাথে উড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পরিবারে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করতে পারে শারমিন।
অপরদিকে বার্থা দক্ষিণ পাড়া গ্রামের মুক্তাকেও গলায় উড়না পেচিয়ে ঘরের ধন্যার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারে অজান্তে ও অভিমান করে বিকেলে মুক্তা আত্মহত্যা করে।
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, নিহত দুইজনের লাশ থানায় রয়েছে। এ ঘটনায় থানায় দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।