টাঙ্গাইলে হেরোইনসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৮ পিএম, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ | ৪৯৩

টাঙ্গাইলের সদরে ৭০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নগর জলফৈ (আশেকপুর) বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারীপুর গ্রামের মৃত জসিম সিকদারের ছেলে জীবন সিকদার ওরফে সেলিম সিকদার (৩৮) ও তার স্ত্রী মোছাঃ সুখ তারা (৩২)।  

এসময় আনুমানিক ৭ লাখ টাকা মূল্যের ৭০ গ্রাম হেরোইনসহ তাদের হাতেনাতে আটক করা হয়। 

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আসামীরা রাজশাহী জেলার বিভিন্ন এলাকা  হতে নেশা জাতীয় মাদক দ্রব্য হেরোইন সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয়ের  উদ্দেশ্যে  নিয়ে এসেছে।

তিনি আরও জানান, তারা রাজশাহী জেলার বিভিন্ন এলাকা হতে নেশা জাতীয় মাদক দ্রব্য হেরোইন সংগ্রহ পূবক দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।