নতুন উদ্যেমে চলছে কাজ

আলোকিতপ্রজন্ম এর উপদেষ্টা হলেন রৌফ-আশরাফ-নবীন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮ | ১২১০

২৪ ঘন্টার সংবাদভিত্তিক দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় অনলাইন নিউজ পোটাল আলোকিতপ্রজন্ম এর উপদেষ্টা হওয়ার সম্মতি প্রকাশ করেছেন টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ রৌফ, হাজী আবুল হোসেন ইন্সটিটিউট এন্ড টেকনোলজি (HABHIT) এর কো-চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আশরাফ হোসেন, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হুদা নবীন।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন আলোকিতপ্রজন্ম.কম এর সম্পাদক মো. পারভেজ হাসান। এসময় তিনি আরো জানান, পোর্টালটিকে আরো এগিয়ে নিতে তাদের পরামর্শ ও উপদেশ অনেকটাই কার্যকরি ভূমিকা রাখবে।

সেই সাথে সম্পাদকীয় বিভাগকে ঢেলে সাজানোর উদ্যেগ নেওয়া হয়েছে।

ইতিমধ্যে পত্রিকাটির যুগ্ম সম্পাদক পদে যোগদান করেছেন মোঃ শাহেদ হোসেন।

দেশ ছাড়িয়ে প্রবাসী বাঙ্গালীদের মাঝেও পোর্টালটি সংবাদের খোড়াক মিটাতে ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি পোর্টালটির ভবিষ্যত নানা পরিকল্পনার কথাও জানান।